আর্কাইভ থেকে বাংলাদেশ

সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে : আইনমন্ত্রী

সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যে দলেরই হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি ।

আইনমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। যারা এসব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। অপরাধী যে দলেরই হোক শাস্তি হবেই। আাসামি ধরা পরেছে তদন্ত চলছে। 

আনিসুল হক বলেন, নিয়োগ পত্র পেলেই বিচারক হয়না, বিচারক হয়ে উঠতে হয়। আজকে বাংলাদেশ নতুনভাগে এগিয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে ফিরে এসেছি। আর এই বিচার ধরে রাখার পার্ট হলেন আপনারা।জনগণির আস্থা ধরে রাখতে বিচারকদের গুরুত্ব অনেক।

তিনি বলেন, যে মামলা জট আছে তা নিরসনে আপনাদের কাজ করতে হবে। আগামী বছর ৬ লাখ মামালা নিরসন করা হবে। অত্যন্ত দ্রুতগতিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালত পরিচালনার কাজ করছি। বিশ্বের সাথে তাল মেলাতে বাংলাদেশ বদলে যাবে তাই বিচারিক কার্যক্রমও বদলাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন