রাত শেষ হয়, তবু স্বামীর রাজের কী শেষ হয় না-জানালেন পরীমণি
ঢাকাইয়া সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। তার আলোচনা বিষয় থাকে ব্যক্তি ও পারিবারিক বিষয় নিয়ে। অভিনেতা শরিফুলের সঙ্গে বিয়ে নিয়েও কম নাটক হয়নি। গোপনে বিয়ে, তারপর ঘোষণা। সন্তানের আগমন, সবশেষ বিবাহ বিচ্ছেদের গুঞ্জণ, অবশেষে এক ছাদের নিচে বসবাস। এই সবই সামাজিক ও গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
পরীমণির ব্যক্তিগত-পারিবারিক ছবি ও স্ট্যাটাসও গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
এর মাঝেই সাত মাস পূর্ণ করল পরীমণি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্য। এবার স্বামীর প্রতি অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। রাত ফুরিয়ে যায়, তবে স্বামীর যে কাজ শেষ হয় না! তাই নিয়ে অনুযোগ পরীমণির।
অভিনেত্রী জানান, তার স্বামী বইয়ের পোকা। রাতভর বই পড়েন। অভিনেত্রী নিজের সামাকিমাধ্যমের পাতায় খানিক অনুযোগের সুরে লেখেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবুও তার পড়া শেষ হয় না।’
এর কয়েকদিন আগেই ছেলে রাজ্যের সঙ্গে ছবি দিয়ে পরীমণি লেখেন,‘ভালোবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।