আর্কাইভ থেকে দেশজুড়ে

নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে নদে পাথর তুলতে গিয়ে পানিতে তলিয়ে জাকির হোসেন (৩০) নামের এক পাথর শ্রমিকের মুত্যু হযেছে।

জাকির হোসেন সদর উপজেলার শিতলীহাসনা এলাকার সফিকুল ইসলামের ছেলে।

গেলো রোববার (১৩ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাহারপাড়া ঈদগাহ সংলগ্ন ভারত সীমান্ত ঘেঁষা চাওয়াই নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, জাকির হোসেন চাওয়াই নদে পাথর তুলতে যান। নদীতে ১২ থেকে ১৫ ফুট গর্ত করে পাথর তোলার সময় গর্তের পাড়ের বালু ভেঙে ধসে পড়ে চাপা পড়েন তিনি। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজের ৮ ঘন্টা পর জাকিরকে মরহেদ উদ্ধার করে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন