আর্কাইভ থেকে বাংলাদেশ

১৭ রাজাকারের তদন্ত সম্পন্ন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৭ রাজাকারের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ সোমবার (২৫ অক্টোবর) রাজধানী ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক।

সানাউল হক বলেন, ১৭ জনের মধ্যে চারজন সাতক্ষীরা জেলার আর ১৩ জন কুড়িগ্রাম জেলার। এর মধ্যে কালিগঞ্জ উপজেলার চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন ট্রাইব্যুনাল। এ চার আসামির মধ্যে আকবর আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি পলাতক। এ ছাড়া কুড়িগ্রাম জেলার ১৩ জনের মধ্যে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজন পলাতক।

তিনি জানান, শিগগিরই প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জমা দেয়া হবে।

তদন্ত সংস্থার প্রধান জানান, মামলায় তিন খণ্ডে ৩৭৫ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্ত শুরু ২০১৮ সালের ৩০ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন