১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন কনকেন শীত
নতুন বছরের প্রথম সকালটা দেশের অনেক মানুষের কাছে শুরু হয়েছে কুয়াশার চাদর মুড়ে, কনকনে শীতের স্পর্শে। জানালার কাচে জমে থাকা শিশির, ভোরের রাস্তায় ধোঁয়ার মতো কুয়াশা—নতুন বছরের আলো যেন ঢুকতেই একটু দেরি করছে। ঠিক এমন সময়েই দেশের বিস্তীর্ণ অংশজুড়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যদিও আবহাওয়া অফিস বলছে, এই শীতের দাপট খুব শিগগিরই কিছুটা নরম হতে পারে।
নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহের কবলে রয়েছে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা। তবে আশার কথা হলো—আগামীকাল থেকে এসব এলাকার কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস আরও সতর্ক করেছে কুয়াশা নিয়ে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্তও স্থায়ী হতে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাপমাত্রার দিক থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সামগ্রিকভাবে দেশের আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—মাত্র ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এসি//