আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজধানীর কামরাঙ্গীর তিনতলা ভবনসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কামরাঙ্গীর চরে উচ্ছেদ অভিযান চালিয়ে তিনতলা ভবনসহ ২৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ। সোমবার (২৫ অক্টোবর) সকালে কালু নগর মৌজায় বিআইডব্লিউটিএ’র দ্বিতীয় দিনের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।

উচ্ছেদ অভিযানের তৎপরতা

এসময় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়, তিনতলা ভবনসহ প্রায় ২৮টি স্থাপনা।দেড় থেকে দু’বছর আগেও এসব জায়গা ছিল বুড়িগঙ্গা নদীর অংশ। এখন সেখানে অবৈধ দখলদাররা স্থাপন করেছে বহুতল ভবন, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে এমন অভিযানে ক্ষোভ জানিয়েছেন, বাড়ি-ঘর হারানো ভুক্তভোগীরা।

উচ্ছেদ অভিযান গুড়িয়ে দেয়া ভবন

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুদিনে অভিযানে বহুতল ভবনসহ প্রায় ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২০১৯ সালের ২৯ জানুয়ারি ঢাকার চারপাশে নদী উদ্ধারে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। বছরব্যাপী অভিযানে সাড়ে সাত হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন