গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক এম আব্দুস ছালাম, সহকারি কমিশনার মো. ছদরুল আলম, সহকারি পরিচালক তাপস চক্রবর্ত্তী, সহকারি কমিশনার মো. জলিল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, ব্যবসায়ি আরিফ মিয়া রিজু, সাইফুল ইসলাম সাকা প্রমুখ।