ইউক্রেনের পরিবর্তে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় মরক্কো
কাতার বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকান দেশ মরক্কো শতবর্ষী ২০৩০ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে। শুরুতে স্পেন ও পর্তুগালের সঙ্গে থাকার কথা ছিল ইউক্রেনের।
কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া দেশটির পরিবর্তে এবার আশরাফ হাকিমিদের দেশ চায় আয়োজক দেশ হতে। এর আগে, ২০১০ বিশ্বকাপের আয়োজক হবার চেষ্টা করেছিল আফ্রিকান দেশটি। তবে সফল হতে পারেনি।
এছাড়াও, ফিফা বিশ্বকাপের শতবর্ষী আসরের আয়োজক হবার দৌড়ে আছে ল্যাতিন আমেরিকার চার দেশ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি।
ফিফা ২০৩০ বিশ্বকাপের আয়োজকের নাম ঘোষণা করবে ২০২৪ সালে ।