আইসিসি র্যাঙ্কিংয়ে লিটন-শান্তর বড় লাফ
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তিনটি জয় নিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ে অনেক ভূমিকা রেখেছিলেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সিরিজের তিন ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলে সিরিজ সেরা হন তিনি। ফলাফল হিসেবে বড় পুরস্কার পেলেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। শান্তর পাশাপাশি এগিয়েছেন লিটন কুমার দাসও।
বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি পুরুষদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। যেখানে ৬৮ ধাপ এগিয়ে এসেছেন শান্ত। এখন তার অবস্থা ১৬ নম্বরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে শান্তর থেকে এগিয়ে নেই কেউ। অ্যনদিকে ৯ ধাপ এগিয়ে লিটন উঠে এসেছেন ২২ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান।