বিএনপি

বড় সংকট না হলে নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, তার সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে, রমজানের আগে নির্বাচন; বিএনপি তাতে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।

শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনের কাছে জুমার নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনও ধরনের নির্যাতন খালেদা জিয়াকে দমাতে পারেনি। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যায়, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। এরপরও তিনি হাসিনার জালিয়াতির নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। দেশের পক্ষে থাকলে, জনগণের পক্ষে থাকলে আল্লাহ তাকে সম্মানিত করেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রশ্নে রিজভী বলেন, ‘যার মা কঠিন অসুস্থ অবস্থায়, যার চিকিৎসা দরকার। তিনি এখন সেটা নিয়ে ভাববেন নাকি অন্য কিছু ভাববেন? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময়ে তিনি আসবেন। এই সিদ্ধান্তটা তার।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তিনি আরও বলেন, আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে যেন রোনাজারি, নদীর স্রোতের মধ্যে যেন সেই আকুলতা আমরা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যেভাবে দোয়া করছে, তাতে আল্লাহ নিশ্চয় দেশনেত্রীকে সুস্থতা দান করবেন।

এর আগে শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌঁছান রিজভী। নিজ এলাকার সরদারপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন তিনি

 

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে একটি মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে ৩০ টি ছাগল বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন