ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মস্কো এবং প্রকল্পটিকে পূর্ণ সক্ষমতায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান, ছয় চুল্লির মধ্যে দুটি ইতোমধ্যেই চালু রয়েছে এবং বাকি চারটি নির্মাণাধীন। তিনি বলেন, কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালু হলে ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় অবদান রাখবে।
এর আগে রোসাটম জানায়, কুদানকুলামের তৃতীয় চুল্লির জন্য প্রথম পারমাণবিক জ্বালানির চালান সরবরাহ করা হয়েছে। এই বৈঠকে দুই দেশের নেতারা সফরে জ্বালানি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন।
এসএইচ//