আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের চাপ মস্কোর সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা ও শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও রাশিয়া তার দ্বিপাক্ষিক অঙ্গীকার বাস্তবায়ন করে যাবে। কোনো তৃতীয় পক্ষ রাশিয়া ও ইরানের পারস্পরিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে না।

তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের মাধ্যমে ওয়াশিংটন বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লাভরভের ভাষায়, যুক্তরাষ্ট্রের আচরণ ক্রমেই অস্থির ও অবিশ্বস্ত রূপ নিচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে নীতি ও নিয়মের কথা ওয়াশিংটন নিজেই প্রচার করেছে, এখন সেগুলো থেকে সরে এসে তারা আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রমাণ করে যে তারা এমন একটি বৈশ্বিক কাঠামো ভেঙে দিতে চাইছে, যা তাদের অংশগ্রহণেই বহু বছর ধরে গড়ে উঠেছিল। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক শৃঙ্খলা ও বৈশ্বিকীকরণের ধারণা কার্যত ভেঙে পড়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে তাদের ওপর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলনে, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে। এই সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে এবং এটি চূড়ান্ত।

উল্লেখ্য, ২০২২ সালের পর শুরু হওয়া বর্তমান আন্দোলনকে ইরানের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। মূল্যস্ফীতি, বেকারত্ব ও তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে শুরু হয়ে এ আন্দোলন দ্রুত রাজনৈতিক দাবিতে রূপ নেয়। গেল ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন