পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন জানান, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরছে। গেল এক বছরে সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে। সামনে আরও কিছু উদ্যোগ বাস্তবায়ন হলে অগ্রগতির বিষয়টি স্পষ্ট হবে।
তিনি জানান, গত সপ্তাহে ইসহাক দারের সঙ্গে তার দুই দফা টেলিফোনে কথা হয়েছে। এরপর রোববার জেদ্দায় তাঁদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে চীনের সঙ্গে সরকার–টু–সরকার (জি-টু-জি) ভিত্তিতে সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। ভারসাম্য বজায় রেখেই সব ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। বিশেষ করে বিমান বাহিনীর অনেক উড়োজাহাজ পুরোনো ও অচল অবস্থায় রয়েছে। তাই ন্যূনতম প্রয়োজন মেটাতে নতুন সরঞ্জাম সংগ্রহ অপরিহার্য। তবে কোন দেশ থেকে কীভাবে এসব সরঞ্জাম আনা হবে—সে বিষয়ে বিস্তৃত আলোচনা চলমান।
ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা কার্যক্রম বন্ধ প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, অন–অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশের ভিসা পুরোপুরি বন্ধ করা হয়নি। নির্বাচনকালে নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএ//