সেপটিক ট্যাংকে ৩ জনের মৃত্যু
সাভারে একটি তৈরি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজন মারা গেছেন।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।
তারা হলেন- পয়ঃনিষ্কাশনকর্মী মিঠু এবং ওই কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সেপটিক ট্যাংকে আটকে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।