আর্কাইভ থেকে বাংলাদেশ

টাকার অভাবে অনিশ্চিত ডাক্তার হওয়ার স্বপ্ন

রাজশাহী নগরীর ধরমপুর এলাকার ছেলে চান মিঞা। ছোটবেলা থেকেই চান মিঞা পড়াশোনা প্রতি খুব আগ্রহী। সেই আগ্রহকে কাজে লাগিয়ে এবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এবারের মেডিকেলে ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ২০১৪ তম হয়েছেন।

বাবা জাহিদুল ইসলাম পেশায় একজন রিক্সাচালক। তিন চাকার এই গাড়ি দিয়ে চলে তাদের সংসার। কিন্তু টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন। পিএসসি, জেএসসি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তিনি জিপিএ-৫ পেয়েছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দক্ষ। তথ্য ও প্রযুক্তিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে পেয়েছেন পদকও।

চান মিঞা বলেন, গেলো ২৭ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ভর্তি হতে হবে। আমার ভর্তির প্রধান প্রতিবন্ধকতা হলো অর্থ। এছাড়া একটা মানব কঙ্কাল, বই, ও আমার বরিশালে থাকার জন্য অর্থ প্রয়োজন। ডাক্তার হতে আমরা এখন দরকার মানুষের সহায়তা।

তিনি বলেন, আমার বাবা ও আমার স্বপ্ন ছিল ডাক্তার হবো। এখন অর্থের অভাবে হয়তো আমার সেই ইচ্ছে পূরণের কাছাকাছি এসেও অনিশ্চিত। যদি কেউ আমাকে সহায়তা করলে পাঁচ বছর পড়াশোনা শেষ করে মানুষের সেবা করবো।

তার বাবা জাহিদুল বলেন, আমার মাথার শিরার সমস্যা আছে। রোদে বের হতে পারি না। তবু পেটের দায়ে রিকশা চালাই। সামান্য আয়ে কষ্টে চলে সংসার। ছেলে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ভীষণ খুশি হলেও ছেলেকে মেডিকেলে ভর্তি করানো নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।

তিনি আরও বলেন, ভর্তির জন্য লাগবে ২৫ হাজার টাকা। ভর্তির পর বইসহ আনুষঙ্গিক খরচ চালাতে প্রয়োজন আরও ১ লাখ টাকা। অথচ এখনো জোগাড় হয়নি কিছুই। ফলে চান মিঞাকে চিকিৎসক বানানোর স্বপ্ন অধরাই থেকে যাবে মনে হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন