ওয়ানডে অভিষেকে হৃদয়ের অর্ধশতক
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে ডান হাতি ব্যাটার তৌহিদ হৃদয়ের। ৮১ রানে তিন উইকেট হারানোর পর সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়েন হৃদয়। এরপর ৫৫ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে অর্ধশতক তোলেন তিনি।
বাংলাদেশি হিসেবে নাসির হোসেন ও ফরহাদ রেজার পর তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক ওয়ানডেতে ফিফটি পেলেন হৃদয়।
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো হৃদয়ের। এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ গত বছরের আগস্টে অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে হৃদয়কে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ বিশ্বকাপ জয়ী দলের একাদশে ছিলেন তিনি। মূলত যুবাদের সেই বিশ্ব আসরে পারফর্ম করেই নজরে আসেন তিনি। এরপরই বিসিবির এইচপি দলের হয়েও খেলার সুযোগ পান হৃদয়।