আইরিশদের রানের পাহাড় ছুড়ে দিল বাংলাদেশ
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ৯৩ ও তৌদিহ হৃদয়ের ৯২ রানের সুবাদে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা বাংলাদেশের দলীয় সর্বচ্চো , ওয়ানডেতে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৩ রানের।
আজ শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই মাত্র ৩ রান করে আউট হয়ে যান টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ক্রিজে থিতু হয়েও টিকতে পারেননি লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ২৬ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে কাভারে ক্যাচ দিয়ে আউট হয়ে যান লিটন। আর দলীয় ৮১ রানের মাথায় ৩৪ বলে ২৫ রান করে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন নাজমুল শান্ত।
চতুর্থ উইকেট জুটিতে এসে সাকিব-হৃদয় মিলে গড়েন ১২৫ বলে ১৩৫ রানের জুটি। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থেকে গ্রাহাম হিউমের বলে আউট হয়ে যান সাকিব। ৮৯ বল খরচ করে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রানেই থেমে যান ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রানের মাইল ফলক স্পর্শ করা সাকিব।
সাকিবের বিদায়ের পর আইরিশ বোলারদের তুলোধুনো শুরু করেন মুশফিক-হৃদয় জুটি। ৪৯ বলে উঠেছে ৮০ রানে জুটির পর ৪৬ রান করে ফেরেন মুশফিক। এরপর হৃদয়ের হৃদয়ভঙ্গ হয়ে ৯২ রানে ফেরেন তিনিও। মাত্র ৮ রান দূরে থেকে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি রেকর্ড গড়তে পারেননি তিনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে গ্রাহাম হিউম নেন ৪ উইকেট।