আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপির আন্দোলনে ভাটা, আর জোয়ার আসবে না : কাদের

বিএনপির আন্দোলনে ভাটা পড়েছে, আর জোয়ার আসবে না। শেখ হাসিনা চুরি করলে দেশে এত এত উন্নয়ন সম্ভব হতো না। বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশকে দেউলিয়া করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর ওয়ারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপির দুটি গুন- দুর্নীতি আর মানুষ খুন। তাদের হাতে ক্ষমতা গেলে দেশে আবারও জঙ্গিবাদ বেড়ে যাবে, সাম্প্রদায়িকতা বেড়ে যাবে। তা হতে দেবে না আওয়ামী লীগ। জনপ্রিয়তা প্রমাণ করতে হলে নির্বাচনে এসে প্রমাণ দিতে হবে। মুখে বড় বড় কথা বলে লাভ হবে না।

বিএনপি ক্ষমতার স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি বলেন, বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারে চলতে চলতে গাড়ি খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন