আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় ঘাঘট নদীর পাড়ে ঐতিহ্যবাহী বারুনীর মেলা

গাইবান্ধা শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে ঐতিহ্যবাহী বারুনীর মেলা হয়েছে।

আজ রোববার (১৯ মার্চ) দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নদীর পাড়ে মেলা বসে এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে নদীর পাড়ে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসে। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করতে এবং পণ্য সামগ্রী ক্রয়ের জন্য মেলায় ভীড় করে।

উল্লেখ্য, প্রতিবছর ফাল্গুন মাসের শেষে এবং চৈত্র মাসের প্রথমে কৃষ্ণ পক্ষের তিথি অনুসারে নির্দিষ্ট দিনে এই বারুনীর মেলা অনুষ্ঠিত হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন