আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ এশিয়ার অন্যতম কয়লা দূষণকারী দেশে পরিণত হবে:টিআইবি

টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দেশে রামপাল,মাতারবাড়ি, বাঁশখালী প্রকল্পসহ ১৯টি কয়লা ও এলএনজিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ এশিয়ার অন্যতম কয়লা দূষণকারী দেশে পরিণত হবে। 

২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে টিআইবির অবস্থানপত্র উপস্থাপন সভায় তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় বাজেট বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহীতার অভাব রয়েছে। 
এসময় জলবায়ু ক্ষতিকারক দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে চাপ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারে প্রতি অনুরোধ জানান তিনি। 

এ সম্পর্কিত আরও পড়ুন