আর্কাইভ থেকে জাতীয়

‘দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দুর্যোগ মোকাবেলায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিশ্রম আর দূরদর্শী পরিকল্পনা এবং নতুন নতুন কৌশল বাস্তবায়ন করে  এই সফলতা অর্জন করা হয়েছে। 

রাজধানীর আর্মি গলফ ক্লাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ-২০২১ শীর্ষক অনুশীলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু সব সময় দুর্যোগ প্রশমনের ওপর জোর দিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় সরকার সেফ হাউজ তৈরি করেছে। বর্তমানে দেশে ১০০ সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন