আর্কাইভ থেকে বাংলাদেশ

তিন সচিবের দপ্তর বদল, ঢাকা ও সিলেটে নতুন কমিশনার

সরকারের তিন দপ্তরের সচিবের রদবদল করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সই করা প্রজ্ঞাপনে বলা হয়-

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কে এম আল আমীন সই করা প্রজ্ঞাপনে বলা হয়-

ঢাকা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন