আর্কাইভ থেকে ক্রিকেট

৭ হাজারের রেকর্ড ছুঁয়ে ফেললেন মুশফিক

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম।

আজ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেন মুশফিক। ছক্কা মেরে মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করে তিনি। এরপর চার মেরে ৭ হাজার রানের ক্লাবে নাম লেখান মুশফিক। ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করতে মুশফিকের খেলেছেন ২২৯ ইনিংস।

এখন পর্যন্ত এই ফরম্যাটে সর্বমোট ৪৫ জন ব্যাটার ঢুকতে পেরেছেন সাত হাজারি ক্লাবে। এই কীর্তি সবচেয়ে দ্রুততম গড়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ওপেনার হাশিম আমলা। তিনি খেলেছিলেন মোট ১৫৩টি ম্যাচ। সাত হাজার রান করতে তামিম ইকবাল খেলেছেন ২০৬টি ম্যাচ। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছেন ২২৮টি ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন