আর্কাইভ থেকে ক্রিকেট

সোহান-নাসুমের পরিবর্তে দলে তাসকিন-সৌম্য

বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজকের একাদশে দুইটি পরিবর্তন করেছে টাইগাররা। অন্যদিকে সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচের পরাজয়ের কারণে আজ জয়ের বিকল্প নেই উভয় দলের সামনে। 

শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

ক্যারিবিয়দের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে ২টি পরিবর্তন এসেছে। নুরুল হাসান সোহানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং নাসুম আহমেদের স্থানে দলে ঢুকেছেন তাসকিন আহমেদ। উইকেটরক্ষক সোহান ছিটকে গেছেন চোটের কারণে।

উইন্ডিজ স্কোয়াডেও ২টি পরিবর্তন এসেছে। ফিল সিমন্সের স্থলে রোস্টন চেজের অভিষেক হচ্ছে। আর হাইডেন ওয়ালসের বদলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ জেসন হোল্ডার। বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে চেজের। আর হোল্ডার অনেকটা অপ্রত্যাশিত ভাবেই দলে ঢুকেছেন। দিন দুয়েক আগে ওবেদ ম্যাকয়ের চোট তাকে দলে জায়গা করে দেয়। আজ তিনি ঢুকে গেলেন একাদশেই।

ক্যারিবিয়দের বিপক্ষে ১১ ম্যাচ খেলে বাংলাদেশের জয় আছে পাঁচটিতে। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিতেছিল সিরিজ। এরপর অবশ্য ক্যারিবিয়ানরা বাংলাদেশে এসে সিরিজ জিতে গেছে। 

২০০৭ সালে প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয় হয়ে আছে এটিই। সেই ম্যাচের গেইল, ব্রাভো, রামপালরা আছেন এখনো। আর বাংলাদেশের হয়ে সেই ম্যাচে ছিলেন সাকিব, মুশফিক।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে  রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন ও রবি রামপাল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন