আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিলো ক্যারিবিয়রা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরের সুপার টুয়েলভে গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ। ব্যাট হাতে এসে ক্যারিবিয়রা ১৪৩ রানের টার্গেট দিলো টাইগারদের।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪২ রান।

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে জিততেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের সামনেই জয়ের কোনও বিকল্প নেই।

সুপার টুয়েলভে  প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারিবিয়রা। একই অবস্থা টাইগারদেরও। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে টাইগারদের।  অন্য দিকে একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও।  সুতরাং সেমির আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া  বিকল্প নেই দুই দলেরই।

বাংলাদেশের মত ওয়েস্ট ইন্ডিজও নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারে তারা। এতে সেমিফাইনালের আগে বাংলাদেশের মত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে তারা।

দলের দারুন সব পাওয়ার হিটার থাকা সত্বেও ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে অন্য যেকোন শীর্ষ দলের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশের সাফল্যের হার বেশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচে টাইগাররা পাঁচটিতে জিতেছে। হেরেছে ছয়টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরুপ নয়। এখন পর্যন্ত ১১৭ ম্যাচে ৪৩টি জিতেছে তারা। ৭২ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৯টি ম্যাচ খেলেছে এবং মাত্র সাতটিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাই পর্ব থেকেই ছয়টি জয় এসেছে।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরোন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন ও রবি রামপল।

এ সম্পর্কিত আরও পড়ুন