আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩০ জন হাসপাতালে

দেশে গেলো নতুন করে ১৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৪ জন।  

আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার (২৯ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৪৫ জন রোগী। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে এ সময়ে মধ্যে মারা গেছেন ৮৯ জন।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২৩ জন রোগী ভর্তি রয়েছে।  

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন