ভারতে ডায়রিয়ার প্রাদুর্ভাবে ১০ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে দূষিত পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভাগীরথপুরা এলাকায় পানির পাইপলাইনে ছিদ্রের কারণে পানিতে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। ওই এলাকার পানি পান করার পরই অনেক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হন। দূষণের উৎস শনাক্ত করে পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকদের দল বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালাচ্ছে এবং বাসিন্দাদের মধ্যে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত হাজারো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কয়েকশ জনের মধ্যে মৃদু উপসর্গ পাওয়া গেছে।
এসএইচ//