আর্কাইভ থেকে ফুটবল

গ্রিল খেতে গিয়ে আটকা পড়লেন মেসি!

দীর্ঘ অপেক্ষার বিশ্বকাপ, তাইতো তিন মাস কেটে গেলেও আর্জেন্টিনাদের আগ্রহ কমেনি মেসিকে নিয়ে। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার তিন তারকা জার্সিতে খেলতে নামার আগে বুয়েন্স আইরেসে পৌঁছে গেছে পুরো আর্জেন্টিনা দল।  আর সেখানেই স্বপ্ন জয়ের নায়ককে এক নজর দেখতে রেস্টুরেন্টেও পিছু নিয়েছিল হাজারো ভক্ত।

বাইরে এসো এবং হ্যালো বলো। এভাবেই মেসিকে এক নজর দেখতে আকুল আবেদন ভক্তকুলের। পানামার বিপক্ষে ম্যাচ খেলতে বুয়েন্স আইরেসে এখন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানেই পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পালেরমোর বিখ্যাত গ্রিল খেতে। রেস্টুরেন্টের বাইরে ভক্তদের এমন কান্ড। পরে ভিড় ঠেলে উঠতে হয়েছে গাড়িতে।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে প্রথমবার অনুশীলনও শুরু করেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ঘরের মাঠে খেলা। তাই মেসি, দি মারিয়ারা সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন