আর্কাইভ থেকে অর্থনীতি

স্বর্ণের দাম নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে। বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। এতে মূল্যবান ধাতুটির চাহিদা কিছুটা কমেছে। ফলে দর হ্রাস পেয়েছে।

শনিবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শুক্রবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। এতে বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে দামি ধাতুটির চাহিদা সামান্য হ্রাস পেয়েছে। স্বাভাবিকভাবে দামও কমেছে।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯৭৭ ডলার ০১ সেন্টে। কার্যদিবসের শুরুতে যা ছিল ২০০২ ডলার ৮৯ সেন্ট। অর্থাৎ হঠাৎ বেঞ্চমার্কটির দাম ২৫ ডলার কমে গেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ১৯৮৩ ডলার ৮০ সেন্টে।

টিডি সিকিউরিটিজের পণ্য বাজার কৌশলের প্রধান বার্ত মেলেক বলেন, ডলার শক্তি ফিরে পেয়েছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। তবে আর্থিক খাতে মন্দার আশঙ্কা রয়েছে। এ অস্থিরতায় স্বর্ণের দাম কমেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন