বিশ্বকাপ ব্যর্থতার পর মাঠে নামছে ব্রাজিল
কাতার বিশ্বকাপে কোয়াটার ফাইনালে ক্রোয়শিয়ের কাছ থেকে বিদায়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে ব্রাজিল। প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের চমক মরক্কো। ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতাতে চায় হাকিম জিয়েখ-আশরাফ হাকিমিরা। আর জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে চায় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল।
মরক্কোয় আগামীকাল রোববার (২৬ মার্চ) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
এদিকে কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিতে। তাই মরক্কোর বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন অন্তর্বর্তী কোচ মেনেজেস। বিশ্বকাপের পর অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। বিশ্রামে নেইমার, অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের মতো তারকারা। অভাব পূরণে প্রস্তুত আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মানরা।