আফগানিস্তানের কাছে প্রথমবার হারলো পাকিস্তান
এশিয়াকাপ ও বিশ্বকাপে এর আগে অনেকবার পাকিস্তানের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত জয় তুলতে ব্যর্থ হয়েছিল রশিদ খানরা। এবার মিটল সেই আক্ষেপ। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি বিহীন দলকে ৬ উইকেটে পরাজিত করে আফগানিস্তান।
শুক্রবার (২৪ মার্চ) রাতে দুবাইয়ের শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। এরপর যেন তাসের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। আব্দুল্লাহ শফিক ও আজম খান শূন্যহাতেই প্যাভিলিয়নে ফেরেন। ফলে মাত্র ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান দল।
এরপর দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ১৮ রান করা ইমাদ ওয়াসিমের ব্যাটে অলআউটের লজ্জা এড়ায় ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষেও মাত্র ৯২ রান তোলে পাকিস্তান।
অল্প সংগ্রহ দিয়েও ম্যাচ অনেকটা জমিয়ে তুলেছিল পাকিস্তানের বোলাররা। দলীয় ৪৫ রানের মধ্যেই আফগানদের টপ অর্ডারের প্রথম ৪ ব্যাটারের উইকেট তুলে নেয় পাকিস্তান। তবে পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়ে আফগানদের জয় উপহার দেন মোহাম্মদ নবি ও নজিবউল্লাহ জাদরান।
বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৩৮ রান করে ম্যাচসেরা হন নবী। নজিবউল্লাহ অপরাজিত থাকেন ১৭ রান করে। এছাড়া ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৬ ও ইব্রাহিম জাদরান ৯ রান করেন। পাকিস্তানের সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে সুযোগ পাওয়া অভিষিক্ত পেসার এহসানউল্লাহ নেন ২ উইকেট। এছাড়া নাসিম শাহ ও ইমাদ ওয়াসিম পান একটি করে উইকেট।
টি–টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই পাকিস্তানের বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম জয়। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। একই ভেন্যুতে আগামী ২৬ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।