বিষপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা
টনসিলের ব্যথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জে।
শুক্রবার (২৪ মার্চ) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
পরিবার ও থানা পুলিশ সূত্র জানায়, রোজা থেকে ইফতারির পর টনসিলের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন আরজিনা বেগম (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে টনসিলের ব্যথায় ভুগছিলেন, ঐদিন ব্যথা সহ্য করতে না পেরে আরজিনা মাগরিবের নামাজের পর বিষপান করেন। অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
আরজিনার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়। তিনি জানান, গৃহবধূর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শনিবার (২৫ মার্চ) আরজিনার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।