আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

বিনামূল্যে উন্নতমানের খাবার পাবে ইবি শিক্ষার্থীরা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে বিনামূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শনিবার (২৫ মার্চ) অফিস চলাকালীন হল থেকে আবাসিক হল কার্ড বা আবাসিকতা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীদের টোকেন সংগ্রহ করতে হবে। রবিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হবে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। হল থেকে আবাসিক শিক্ষার্থীরা বিনামূল্যে টোকেন সংগ্রহ করতে পারবে। খাবারের বিষয়ে সব হলে একই নির্দেশনা দেওয়া আছে। প্রতিজন শিক্ষার্থীকে বিরিয়ানির সাথে দুইপিস খাসির মাংস, দুইপিস খেজুর, একপিস জিলাপি ও পানির বোতল দেওয়া হবে। খাবার একবারই দেওয়া হবে।’

এদিকে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ শনিবার রাত ৯ টা হতে ৯টা ১ মিনিট পর্যন্ত (১ মিনিট) ক্যাম্পাস প্রতীকী ব্ল্যাক-আউট করা হবে। এছাড়া গণহত্যায় নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হবে। এদিকে ২৬ মার্চ বেলা সাড়ে ১১টায়  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিকে ২৬ মার্চ বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় তাদের সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত থাকবেন। এছাড়াও প্রভোস্টরা স্ব স্ব হলে পতাকা উত্তোলণ করবেন। পতাকা উত্তোলন পর্ব শেষে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হবে।

এরপর প্রশাসনভবন চত্বর থেকে উপাচার্যের নের্তৃত্বে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সমবেত হবে। এসময় সেখানে বিশ^বিদ্যালয় প্রশাসন ছাড়াও বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং  হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

গাড়ির সময়সূচি: ২৬ মার্চ সকাল ১০ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন