আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিশেষ সম্মাননা পেল মেসি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর সেই জয়ের নায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফুটবলের খুদে জাদুকরের নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে সংস্থাটি।

শনিবার (২৫ মার্চ) এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া এক টুইট বার্তায় নিশ্চিত করেছে বিষয়টি। তিনি নতুন ফলকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কাসা দে আজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’

Vivimos una jornada histórica en nuestra Casa de Ezeiza, que desde hoy, pasará a llamarse Lionel Andrés Messi, en homenaje al mejor jugador del mundo.
Quiero agradecer a todos los dirigentes, jugadores, jugadoras y empleados de @afa por haber estado junto a nosotros, una vez más pic.twitter.com/zuSek1Fb6F

— Chiqui Tapia (@tapiachiqui) March 25, 2023

এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত লিওনেল মেসিও। ইনস্টাগ্রামে এক বার্তায় এলেমটেন লেখেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’

 

A post shared by Leo Messi (@leomessi)

 

এ সম্পর্কিত আরও পড়ুন