মরক্কোর বিপক্ষে হেরে রেফারিকে দোষ দিলেন রদ্রিগো-ক্যাসেমিরোরা
কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর প্রথমাবার মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু মাঠে নেমেই আবারও পরাজয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্বকাপে চমক দেখনো মরক্কোর কাছে ২-১ গোলে হারেছে সেলেসাওরা। আর এমন হারের জন্য ম্যাচ শেষে রেফারির ওপর দায় চাপিয়েছেন রদ্রিগো ও অধিনায়ক ক্যাসেমিরো।
ক্যাসেমিরো ভাষ্য, সবার প্রতি সম্মান রেখেই বলছি, যদিও ব্রাজিল কখনও এ বিষয়ে অভিযোগ করে না, এরপরও সবচেয়ে বড় সমস্যার কথা বললে, সেটি ছিল রেফারি।
সাবেক রিয়েল মাদ্রিদের এই তারকা জানান, আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন আপনাকে অবশ্য জয়ের চিন্তাই করতে হবে। আর আমরা অসাধারণ একটি দলের বিপক্ষে খেলেছি। যারা নিজেদের খেলা পরিকল্পনা সম্পর্কে জানে এবং তাদের কোচও লম্বা সময় ধরে সঙ্গে আছে। আর তাদের খেলোয়াড়েরাও লম্বা সময় ধরে শীর্ষ স্তরের ফুটবল খেলে আসছে।
শুধু ক্যাসেমিরো একাই না, তার সঙ্গে তাল মেলালেন নেইমারের অনুপস্থিতে নম্বর ১০ পজিসনে থাকা রদ্রিগো। তারও দাবি, আমি রেফারি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে রেফারিং খুব ঝামেলাপূর্ণ ছিল। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা নিজেদের দায়ও নিচ্ছি।