আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। প্রার্থনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, শাজাহান খান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানসহ নেতারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের জীবিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে সারা বিশ্বে বর্তমান যে সংকট সেই সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন