পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্রব্যবসায়ী আটক
রাজশাহীর মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫।
সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে চারঘাটে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছিলো। এমন সংবাদে র্যাবের ওই দল চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে জান মোহাম্মাদকে আটক করেছে র্যাব। পরে তাকে তল্লাশী করে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫ রাউন্ডগুলি উদ্ধার হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ওই ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলেও স্বীকার করেন। পরে তাকে চারঘাট মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।