আর্কাইভ থেকে ক্রিকেট

আসিফ আলি উদযাপন ছিলো জঘন্য আগ্রাসী : আফগান রাষ্ট্রদূত

চাপের মধ্যে থেকে ম্যাচ জয় বাড়তি উল্লাসের যেকোনো দলের কাছে। তা যদি হয়ে থাকে বিশ্ব ক্রিকেটের আসরে, তাহলে তো আনন্দের মাত্রা আরো বেশিগুণ বেড়ে যায়। কিন্ত বিজীত দলে কাছে তার অনেক ক্ষেত্রেই বিব্রতকর। যেমনটা  ঘটেছে গত শুক্রবারের (২৯ অক্টোবর) পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে। 

দুবাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান করে আফগানিস্তান। দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানের কাছে লক্ষ্যটা ছোট হলেও, জয়ের জন্য শেষ ১২ বলে তাদের দরকার ছিলো ২৪ রান। এমন চাপের মধ্যে দুর্দান্ত ব্যাট করেন আসিফ আলি। ১৯তম ওভারে করিম জানাতকে ৬ বলে ৪টি ছয় হাঁকিয়ে এক ওভার আগেই পাকিস্তানের জয় ছিনিয়ে আনেন নায়ক বনে যাওয়া এই ব্যাটার। 

ওই ম্যাচ জিতে ব্যাটকে বন্দুকের মতো উঁচিয়ে গুলি করছেন তিনি। যা চোখ এড়ায়নি গণমাধ্যমের। এমন ‘গান-শট’ সেলিব্রেশন মোটেই পছন্দ হয়নি আফগানিস্তানদেরও। সোশ্যাল মিডিয়ায় আসিফের সেই ছবি নিয়ে তুমুল বিতর্ক বাঁধে। তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন আসিফ।
 
বিশেষ করে শ্রীলঙ্কায় অবস্থানকারী আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দারি আসিফের সমালোচনা ছিল চোখে পড়ার মতো। আসিফের সেই উদযাপন জঘন্য আগ্রাসী মনোভাবের পরিচায়ক বলে মন্তব্য করেন এই রাষ্ট্রদূত। 

ম্যাচ হারের পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আফগানিস্তানি ওই দূত লেখেন ”আফগানিস্তান ক্রিকেটার যারা আসিফ আলি এবং ওর সতীর্থদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ জানিয়েছে, তাদের উদ্দেশ্য করে ওর ব্যাটকে বন্দুকের মতো করে ধরা, একটি জঘন্য আগ্রাসী মনোভাবের পরিচয় বহন করা কর্মকাণ্ড। খেলাধুলার তো সবার ওপরে মাঠে স্বাস্থ্যকর লড়াই, বন্ধুত্ব এবং শান্তির বার্তা বহন করে। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলাটা লজ্জাজনক।”

স্পোর্টস ডেস্ক/হাসিব

এ সম্পর্কিত আরও পড়ুন