আর্কাইভ থেকে ফুটবল

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো রোনালদোর ক্লাব

বাংলাদেশের মানুষের মধ্যে যে ফুটবল উম্মাদনা পরিমাণ কেমন, তা গেল বছর কাতার বিশ্বকাপে প্রমাণ পেয়ে গেছে বিশ্ববাসী। বিশ্বকাপ জয়ের পর নানা ভাবে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানায় আর্জেন্টিনা। অলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির মুখেও শোনা গেছে বাংলাদেশের প্রশংসা।

বাংলাদেশে মেসির যেমন ভক্ত-সমর্থক আছেন, তেমনই আছে সময়ের আরেক সেরা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। আর্জেন্টিনা যেভাবে মেসির বাংলাদেশি ভক্ত-সমর্থকদের সামনে নিয়ে এসে এখানে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে, তেমনিই হয়তো চেষ্টা করছে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর পর বাংলাদেশে রোনালদোর ভক্তরা দলটির খেলার খোঁজখবর রাখতে শুরু করেছেন। একইভাবে বাংলাদেশের ব্যাপারেও হয়তো আগ্রহী হয়ে উঠেছে আল নাসর।

 

A post shared by نادي النصر السعودي (@alnassr_fc)

আর তাই হয়তো আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে ক্লাবটি। সেখানে তারা বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন