অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জানালো কেন্দ্রীয় ব্যাংক

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমেছে। বর্তমান রিজার্ভ ৩১ দশমিক ১১ বিলিয়ন ডলারগতকাল রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৭ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১১১৯ দশমিক ১১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৪০১ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৬ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১১৪০ দশমিক ৮২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৪২৩ দশমিক ১১ মিলিয়ন ডলার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন