আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

অ্যাপেলের ‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’ সেবা চালু

যুক্তরাষ্ট্রে ‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’ সেবা চালু করেছে টেক জায়ান্ট অ্যাপল। অ্যাফির্ম হোল্ডিংস এবং সুইডিশ পরিশোধ কোম্পানি ক্লারনা প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তার করতে পারে। এতে নিজেদের বাজার নষ্ট হওয়ার আশঙ্কায় এ উদ্যোগ নিলো মার্কিন বহুজাতিক কোম্পানিটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

অ্যাপল জানিয়েছে, পরে পরিশোধ করুন সেবার আওতায় তাদের যেকোনো পণ্য কিনে ৬ সপ্তাহের মধ্যে ৪ কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন ক্রেতারা।

বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক সুনির্দিষ্ট কিছু ক্রেতা এ সুযোগ পাবেন। পরে সবার জন্য তা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এক বিবৃতিতে অ্যাপল জানায়, আইফোন ও আইপ্যাডের মতো পণ্য কিনতে ৫০ থেকে ১০০০ ডলার বাকি রাখতে পারবেন ক্রেতারা। ব্যবসায়ীরাও এ সুবিধা পাবেন।

কোম্পানিটি আরও জানায়, যুক্তরাষ্ট্রে ৮৫ শতাংশেরও বেশি খুচরা ক্রেতা অ্যাপল পে ল্যাটার সেবা গ্রহণে সম্মতি জানিয়েছেন।

এজে বেলের অর্থনৈতিক বিশ্লেষণের প্রধান ড্যানি হেউসন বলেন, নিশ্চিতভাবে অন্যান্য কোম্পানিকে ধাক্কা দেবে এ উদ্যোগ। কারণ, বিশ্বব্যাপী অনন্য নাম অ্যাপল। তাদের আলাদা গ্রহণযোগ্যতা আছে। তারা এমন সুবিধা দিলে বাকি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন