একই ট্রেনের ধাক্কায় আধাঘণ্টার ব্যবধানে প্রাণ গেলো দুইজনের
জয়পুরহাটে আধাঘণ্টার ব্যবধানে একই ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ের সামনে একই ট্রেনের ধাক্কায় দুর্গা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্গা রানী শহরের নতুন হাটের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।