বিল না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি-বেসরকারি যা-ই হোক গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জানালেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. তৌফিক-ই-ইলাহী বলেন, আমরা সৌভাগ্যবান। বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে আমাদের বিদ্যুৎ পরিস্থিতি ভালো।
জ্বালানি উপদেষ্টা আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে বিদ্যুৎ ও জ্বালানির যে সংকট বিশ্বব্যাপী চলমান, তার জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী। আমরাও এর শিকার হয়ে পড়েছি। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
তবে সরকার বিভিন্ন উপায়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে।
এর আগে, বাংলাদেশ এনার্জি রিপোর্টার্স ফোরামের (এফইআরবি) ‘এমপাওয়ারিং বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উম্মোচন করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।