আর্কাইভ থেকে আওয়ামী লীগ

একটি চিহ্নিত মহল ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী

‘আমরা দেখছি একটি চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল করার জন্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য বারবারই অপচেষ্টা চালাচ্ছেন। কখনও ভাস্কর্যের নামে আন্দোলন করছেন, কখনও বিদেশি একটি সংবাদমাধ্যমে মিথ্যা নানান তথ্য প্রচার করছেন, সাজানো নাটক প্রচার করছেন। সেগুলোর সবকিছুতে বিফল হয়ে এখন আমাদের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন’। বললেন, 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহ্স্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের ছাত্রসমাজের হাতেই আমরা আমাদের ভাষা আন্দোলন পেয়েছি, ভাষার অধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্রের আন্দোলনে ছাত্রসমাজ অনন্য ভূমিকা পালন করেছে। আজকে যখন বৈশ্বিক সংকট চলছে, সেই সময়ে শিক্ষাবান্ধব সরকার, বঙ্গবন্ধুকন্যার সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে। এটা সকল উপাচার্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে’। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ৭ কলেজের ক্ষেত্রে কেন আমরা ব্যতিক্রম করছি আমরা একান্তই মানবিক কারণে। কারণ তারা তিন বছর পিছিয়ে আছে। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দীর্ঘ একবছর বন্ধ থাকায় হলগুলোর সংস্কার কাজ ও শিক্ষার্থীদের সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয় খোলার সময় নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের আন্দোলন প্রতাহারে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন