সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া বসানোর চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
জয়পুরহাটের সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নজরে আসার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত বাধা দিলে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে। ২৮১ নম্বর সীমান্ত পিলারের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় নির্মাণকাজ চলছিল।
এ সময় সীমান্ত এলাকার বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের কয়া ক্যাম্পে খবর দেন। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে কাজ বন্ধ করতে নির্দেশ দেয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যান।
পরবর্তীতে এ ঘটনা নিয়ে দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পক্ষ কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি ইতোমধ্যে স্থাপিত অংশ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এমএ//