১৯৫ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৯৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে এ জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার খাঁনবাড়ি মোড় এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে সাত হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।