রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আটক
গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে ন্যায় রাজশাহী মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কিন্তু অবস্থান কর্মসূচি শুরুর পরপরই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ এপ্রিল) বিকেল চারটার দিকে কর্মসূচি চলাকালে তাকে আটক করা হয়। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, আবু সাঈদ চাঁদকে আটক করা হয়েছে। তবে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে জেলা বিএনপির আন্দোলনের ব্যানার কেড়ে নেয় পুলিশ।
বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুসহ জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত আছেন।