আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে দুটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছে।
রোববার (২ এপ্রিল) সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাত টা চল্লিশ মিনিটে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী জিরাবো থেকে বাইপাইল আসছিলেন।
এ সময় মহাসড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
পরে বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহীবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত হয় অন্তত পাঁচ জন। এ সময় মহাসড়কটিতে আধা ঘণ্টারও বেশী যানচলাচল বন্ধ থাকে। নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।