বিদেশি পিস্তল ও মাদকসহ আটক এক
গাজীপুর মহানগরের কাশিমপুরে বিদেশি পিস্তল, চাইনিজ কুড়াল ও ছয় বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লাবিব মোল্লা ও আজিজ মোল্লা নামের দুজন পালিয়ে যায়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম (৩০) মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার বাসিন্দা।
রোববার (২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ।
পুলিশ জানায়, গেলো শনিবার সন্ধ্যায় কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে, উপ পুলিশ পরিদর্শক তুহিন ও সঙ্গীয় ফোর্সসহ কাশিমপুরের সারদাগঞ্জ এলাকা থেকে ওই যুবকের নিজ বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রেজওয়ান আহমেদ বলেন, এ বিষয়ে মাদক ও অস্ত্র আইনে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।