আকসির নগর হাউজিং প্রকল্পের বালু অপসারণের আদেশ
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা আকসির নগর হাউজিং প্রকল্প বন্ধে নোটিশ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী এক পরিপত্র এ নোটিশ জারি করেন।
জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা হাউজিং প্রকল্পটি জাতীয় গৃহায়ন কতৃপক্ষের অনুমোদন বা আবেদনে গড়ে উঠেছে।
ওই এলাকার কৃষকদের অভিযোগ, আবাসন প্রকল্পের এমডি তৌহিদুল ইসলাম কিছু জমি ক্রয় করে থাকলেও বেশির ভাগ কৃষি জমিই কৃষকদের কাছ থেকে জোরপূর্বক দখল করে নিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি বালু দ্বারা বরাট করায় ওই এলাকায় কৃষি কাজ ব্যহত হচ্ছে। কৃষকরা তাদের কৃষি জমিতে চাষাবাদ করতে পারছেন না।
এছাড়াও আকসির নগর মালিকাধীন জমির পূর্বানুমতি ছাড়ায় কৃষি জমির শ্রেণী পরিবর্তন করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আকসির নগর হাউজিং প্রকল্পটি যথাযথ কতৃপক্ষের অনুমতি ছাড়াই গড়ে উঠেছে। এতে করে ওই এলাকার কৃষকদের কৃষি কাজ ব্যহত হচ্ছে। আগামী ৩০ দিনের মধ্যে ভরাটকৃত বালু অপসারণের আদেশ দেয়া হয়েছে।
প্রকল্প বন্ধে নোটিশে বলা হয়েছে, আদেশ অবমাননা করলে সরকারি ভাবে কৃষি জমির বালু অপসারণের ব্যবস্থা গ্রহন করা হবে।